নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ষষ্ঠ দফা উপজেলা পরিষদ নির্বাচনে বাসাইলে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী শহিদুল ইসলাম (দোয়াত-কলম) ২৭ হাজার ২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী কাজী অলিদ ইসলাম (কাপপিরিচ) পেয়েছেন ২০ হাজার ৭২৩ ভোট।
সোমবার রাত সাড়ে ১০টায় এ উপজেলায় ৪৯ টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।