স্টাফ রিপোর্টার : চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মুজিবুল হক এমপি। ১৬ জুন রাত ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর একটি বিমানে মন্ত্রী সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
সিঙ্গাপুর সফর কালে মন্ত্রী তার শারীরিক চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল ও মাউন্ড এলিজাবেথ হসপিটালে ডাক্তার দেখাবেন। এবং ব্যক্তিগত কাজ সম্পাদন করবেন। সফরে মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন মন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার ও মন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ডা. শিব্বির আহমেদ ওসমানী। ৫ দিনের সফর শেষে মন্ত্রী আগামী ২২ জুন দেশে ফেরার কথা রয়েছে।
তিনি তার প্রাণপ্রিয় চৌদ্দগ্রামবাসী, কুমিল্লাবাসী সহ দেশের সর্বস্তরের জনগনের দোয়া কামনা করেছেন।