নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল : টাঙ্গাইলে সজিব মিয়া (৩৫) নামের এক অবৈধ ভিওআইপি এবং মানি ল্যান্ডারিং ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার ভোরে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় র্যাব ভিওআইপি এবং মানি ল্যান্ডারিং কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম, সফটওয়ার, একটি ল্যাপটপ ও বিভিন্ন ব্যাংকের একাধিক চেক বই উদ্ধার করা হয়।
আজ দুপুরে গ্রেফতারকৃত সজিব মিয়াকে টাঙ্গাইল র্যাব কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
র্যাব জানায়, বাসাইল উপজেলার বাঐখোলা গ্রামের বিদেশ ফেরত যুবক সজিব মিয়া দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ভিওআইপি এবং মানি ল্যান্ডারিং ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বাসাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।