ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

Print Friendly, PDF & Email

নিজস্ব সংবাদদাতা :  টাঙ্গাইলের দেলদুয়ারে ০৫ বছর বয়সি অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ।

বুধবার সকালে লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সকালে লাশটি ধলেশ্বরী নদী সংযুক্ত খালের পানিতে ভেসে থাকতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁনমিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটির পরিচয় মেলেনি। তবে শিশুটি পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

লাশটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুক মন্তব্য