ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



ভাসানী প্রিমিয়ার লিগ-২০১৪’র চ্যাম্পিয়ান “ব্যাটেল লর্ডস”

Print Friendly, PDF & Email

শেখ সাদী বিন ইমরান (বিপ্লব), মাভাবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিগ বাজেটের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ভাসানী প্রিমিয়ার লীগ (বিপিএল)’র চ্যাম্পিয়ান হয়েছে ঐতিহ্যবাহী টীম “ব্যাটেল লর্ডস”। টুর্নামেন্টের রানার্স আপ হয়েছে “গ্রীণ ওয়ারিওরস” ।

rrrrrr

টুর্নামেন্টের রানার্স আপ“গ্রীণ ওয়ারিওরস” টীম।

বৃষ্টি বিঘ্নিত এই ফাইনালে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় গ্রীণ ওয়ারিওরস। ব্যাটিং এর শুরুতে তেমন সুবিধা করতে পারেনি ব্যাটেল লর্ডস ওপেনার রিঙ্কু। ৩ রানে রিঙ্কু আউট হওয়ার পর নামে অধিনায়ক সীমান্ত। সীমান্তের করা ৩১ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ব্যাটেল লর্ডস’র সংগ্রহ দাড়ায় ১২ ওভারে ১০০ রান।

১০১ রানের টার্গেটে গ্রীন ওয়ারিওরস’র খেলতে নামার কথা থাকলেও বাঁধ সাধে তুমুল বৃষ্টি। পরে আর ম্যাচ মাঠে গড়াতে পারেনি। টসে ভাগ্য নির্ধারিত হয় ম্যাচের। টসে ব্যাটেল লর্ডস জিতে চ্যাম্পিয়ন হয় এবারের বিপিএল এর। আর টুর্নামেন্ট সেরা হন ব্যাটেল লর্ডস’র নীবির পাল।

এদিকে গত ৭ তারিখ তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে বিজয়ী হয় নিউক্লিয়ার স্টরম। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে ম্যাচ সেরা হন সমর ক্রান্তি রয়।

উল্লেখ্য, গত ৫ জুন বিপিএল-২০১৪ এর টুর্ণামেন্ট শুরু হয়। টুর্ণামেন্টে মোট ৪৭ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফেসবুক মন্তব্য