ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



লতিফকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতাল

Print Friendly, PDF & Email

নতুন বার্তা : হজ ও তাবলিগ সম্পর্কে কটূক্তির জন্য ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতাল ঘোষণা দিয়েছে ‘ইসলামী জোট’।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৮টি ইসলামী দলের সমন্বয়ে গঠিত এ জোটের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান এ হুঁশিয়ারি দেন।

এ ছাড়া তারা শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেয়া হয়েছে।

গত রোববার নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।’ তার মতে, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ও টক শোর আলোচকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার নিজ দল আওয়ামী লীগ থেকে শুরু করে দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। ইতিমধ্যে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফেসবুক মন্তব্য