ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



নোটিসের জবাব দিবেন লতিফ সিদ্দিকী

Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিনিধি :  আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো কারণ দর্শানো নোটিসের জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার লতিফ সিদ্দিকীর নিকট আত্মীয়রা ই-মেইলের মাধ্যমে নোটিসের স্ক্যান কপি তার কাছে পাঠিয়ে দিয়েছেন। নোটিসটি এখন লতিফ সিদ্দিকীর হাতে পৌঁছেছে। আগামী বুধবারের মধ্যেই তিনি নোটিসের জবাব পাঠিয়ে দিবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ, তাবলিগ জামাত ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। তাত্ক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেন। গত ১২ অক্টোবর মন্ত্রিসভা থেকে তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়। ওই দিন রাতেই দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়। একই সঙ্গে দলের প্রাথমিক পদও স্থগিত করা হয়। দল থেকে তাকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে একটি কারণ দর্শানো নোটিসও গত ১৪ অক্টোবর লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের কালিহাতির বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

ফেসবুক মন্তব্য