মাভাবিপ্রবি ক্যাম্পাস সংবাদদাতা : পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দিন দিন বাড়ছে প্রতিযোগীর সংখ্যা।কম খরচে মানসম্মত শিক্ষার সুযোগ থাকায় এখানে প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি। এবছর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ৫০৪৫৭ জন, সিট সংখ্যা ৭৭২ টি আর সে হিসেব অনুযায়ী প্রতি সিটের বিপরীতে পরীক্ষার্থী ৬৫ জন।
এর মধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫৫,ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিতে (আইসিটি) ৫৫,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে (টিই) ৫৫,এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্টে (ইএসআরএম) ৫৫,ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সে (সিপিএস) ৫৫,ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্সে (এফটিএনএস) ৫৫,বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগে ৫৫,ফার্মেসি ৩০,বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজিতে ৩০,,রসায়নে ৫২,গণিতে ৫৫,পদার্থবিদ্যাতে ৫৫,পরিসংখ্যানে ৫৫,বিজনেস এডমিনিস্ট্রেশনে ৫৫ এবং অর্থনীতি সিট সংখ্যা ৫৫ টি।
এবছর A ইউনিটে মোট পরীক্ষার্থী ১৭০৬৭ জন প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ১০৩ জন ,B ইউনিটে মোট পরীক্ষার্থী ২১৪৭৭ জন প্রতি সিটের বিপরীতে ৭৭ জন ,C ইউনিটে মোট পরীক্ষার্থী ৫৯৪৫ জন প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৭ জন,D ইউনিটে মোট পরীক্ষার্থী ৫৯৬৮ জন প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৫৪ জন ।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ নভেম্বর এই দুদিন।
বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডঃ এ কে এম মহিউদ্দিন জানান, “ মানসম্মত শিক্ষাব্যবস্থা রয়েছে বলেই প্রতি বছর এখানে পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে।তাছাড়া আমরাও ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানের সর্বাত্মক চেষ্টা করে আসছি।”
অর্থনীতি বিভাগের শিক্ষক জামান মুজিব জানান, “ভর্তি পরীক্ষার সময় সবকিছু ঠিকভাবে পরিচালনা করার জন্য শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী সহ সবাই সক্রিয় থাকেন,পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভলান্টিয়ার টিমগুলোও ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য সক্রিয় থাকে।আশা রাখি প্রতি বছরের ন্যায় এবারো আমরা ঠিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারব।”