নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে সুমি (৮) নামের এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সলিমাবাদ গ্রামের বড় মসজিদের পাশের একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। একই গ্রামের সোবহান মিয়া শিশুটির বাবা। সোবহান মিয়া ও তার স্ত্রী দুজনেই চাকুরীজিবী।
শিশুটিকে হত্যার পর তার মৃতদেহ ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব খান জানান, সোবহান জেলার বাইরে রয়েছেন। তার স্ত্রী (শিশুটির মা) প্রতিদিনের মতো শিশু মেয়েটিকে বাড়িতে একা রেখে অফিসে চলে যান। ঘরের জানালার সাথে শিশুটির ঝুলন্ত মুতদেহ দেখে স্থানিয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা বাড়িতে কেউ না থাকায় দুবৃত্তরা ঘরে ঢুকে শিশুটিকে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রেখে গেছে।
তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।