ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

Print Friendly, PDF & Email
মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়

ছবি : মনিরুল ইসলাম মনির।

মুহা. জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল : টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী সন্ত্রাসী, মাদকসেবী ও ইভটিজিং-এর দায়ে অভিযুক্ত অস্থায়ীভাবে বহিস্কৃত ১৫জন ছাত্রকে স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে বুধবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন ছাত্র নামধারী সন্ত্রাসী, ক্যাম্পাসে ভাংচুর, মাদক সেবন এবং বিশ্ববিবিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করার দায়ে গত ২০ অক্টবোর ১৫জন ছাত্রকে অস্থায়ীভাবে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপ। সাত কর্ম দিবস পর ওই ১৫ জনকে স্থায়ীভাবে বহিস্কারের কথা থাকলেও তা করা হয়নি। ওই ১৫ জনকে চূড়ান্তভাবে বহিস্কার না করায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ফেসবুক মন্তব্য