ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



দেলদুয়ারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Print Friendly, PDF & Email

দেলদুয়ারে যুবকের গলাকাটা লাশ উদ্ধারনিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল :  টাঙ্গাইলের দেলদুয়ারে হাবিব মিয়া (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার কৈজুরী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাবিব টাঙ্গাইল পৌর এলাকার বাছরাকান্দি গ্রামের মহন বেপারীর ছেলে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁন মিয়া জানান, হাবিব ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে কাজ করত। মঙ্গলবার সন্ধ্যায় সে বাড়ির বাইরে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। পরে বুধবার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি ধানখেতে গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে।

ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায়। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুক মন্তব্য