ঢাকা বুধবার, জুন ৭, ২০২৩

Mountain View



আত্মসমর্পণের পর কারাগারে লতিফ সিদ্দিকী

Print Friendly, PDF & Email

Latib Bg20141125151214নিজস্ব সংবাদদাতা : সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ২টা ৪৫মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো অ্যাডভোকেট জামিন আবেদন না করায় বিচারক এই আদেশ দেন।

এর আগে দুপুর দেড়টায় রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ সিদ্দিকী। আত্মসমর্পণের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।

এরপর দুপুর ২টায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। নিরাপত্তার কারণে তাকে প্রথমে আদালতের জেল হাজতে রাখা হলেও আধা ঘণ্টার মধ্যেই তাকে কাঠগড়ায় তোলা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

লতিফ সিদ্দিকীকে মোট সাতটি অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণের পর পরই সিএমএম আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ফেসবুক মন্তব্য