ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



টাঙ্গাইলে দেশীয় সাটারগান সহ ২ যুবক গ্রেফতার

Print Friendly, PDF & Email

নাগরপুরনিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল :  টাঙ্গাইলের নাগরপুরে দেশীয় শার্টারগান ও ২টি কার্তুজ সহ ২ যবুককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলা সদরের বাবনা পাড়া গ্রামের চান্দু কসাই ওরফে কানা কসাইয়ের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হচ্ছে পাবনার সাথিয়া উপজেলার গোপালপুর গ্রামের আবদুল হামিদের ছেলে মনা(২৫) ওরফে হাসেম মিয়া ও পাবনার রুপগঞ্জ উপজেলার মাসুনদিয়া গ্রামের আলাউদ্দিন বেপাড়ীর ছেলে মো. সেলিম(২০)।

নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.ছবেদ আলী জানান,উপজেলার বাবনা পাড়া গ্রামে মনা তার শশুর বাড়ীতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে তিনটার দিকে মনার চাচা শশুর চান্দু কসাইয়ের বাড়ীতে অভিযান চালানো হয়।

সেখান থেকে একটি দেশীয় সাটারগান ও দুটি কার্তুজসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মনার বিরুদ্ধে পাবনার সাথিয়া থানায় ডাকাতি সহ তিনটি মামলা রয়েছে বলে নাগরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহা.আবদুর রকিব খান জানিয়েছেন।

ফেসবুক মন্তব্য