নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণে করেছে রোটার্যাক্ট ক্লাব। রবিবার সকাল ১১ টায় রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাঙ্গাইল, রোটারী ক্লাব অফ টাঙ্গাইল এবং রোটারী ক্লাব অফ টাঙ্গাইল সিটি-র উদ্যোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এতিম শিশুসহ ছিন্নমূল পরিবারের ১০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শাহ নাসিরুদিন বোগদাদী এতিমখানায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, রোটারীয়ানসহ রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী টাঙ্গাইলের ২০ জন সেচ্ছাসেবক।