নিজস্ব সংবাদদাতা : সিএনজি চালিত অটোরিক্সা কিনে না দেয়ায় পিতার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মিলন মিয়া (২৫) নামের এক যুবক। সে ঢাকায় পুস্তক বাধাইয়ের কাজ করতো বলে জানা গেছে।
রোববার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া গ্রামে এ ঘটনা ঘটে। মূমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, বেকড়া গ্রামের মো.বাদল মিয়ার ছেলে পুস্তক বাধাই শ্রমিক মিলন মিয়া (২৫) বাউসাইদ গ্রামে ৬ মাস আগে বিয়ে করে। বিয়ের পর ঢাকায় বাইন্ডিং কাজ ছেড়ে বাড়ীতে চলে আসে।
এর পর সিএনজি চালিত অটোরিক্সা কিনে দেয়ার জন্য তার বাবা কে চাপ দেয়। ওই যুবকের স্ত্রী জুলেখা (১৯) জানান, গাড়ী কেনার জন্য টাকা চাইলে তার শ্বশুর (মিলনের পিতা) ২ মাস পরে সিএনজি কিনে দেবে বললে সে অভিমান করে বিষ পান করে। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।