মু.জোবায়েদ মল্লিক বুলবুল (টাঙ্গাইল প্রতিনিধি): বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকার ডুবাইল নামক স্থানে শুক্রবার বিকালে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের নামপরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসাদ জানান, শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটানস্থলে দু’জন নিহত ও ২৫ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।