হাসপাতালে চিকিৎসাধীন আহত বিএনপি কর্মী।
মু.জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে রোববার সকাল ১১টার দিকে শহরের পৌর উদ্যান এলাকায় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহীন, বিএনপি কর্মী মোসলেম, রাসেল, আমিনুর ও রুবেল।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ১১টার দিকে শহরের পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে ২০ দলের নেতাকর্মীরা এসে সমবেত হন। পরে তারা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহীন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম বাবু, শহর ছাত্রদলের আহ্বায়ক মারুফ সরোয়ার, বিএনপি কর্মী আমিনুর, সোহাগ, ছাত্রদল কর্মী আব্দুল্লাহ, রাসেল, যুবদলের ওয়ার্ড সভাপতি সজলসহ ২৫ জন আহত হয়।