ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



ওকে…এলো যেভাবে

Print Friendly, PDF & Email

ok

ডেস্ক রিপোর্ট : এই সময় ডিজিটাল: কিছু ইংরেজি শব্দ আমাদের প্রায় মজ্জাগত হয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম হল ওকে। ক্ষুদ্র শব্দ। ব্যপ্তি বিশ্বজুড়ে। ফোনে কথা শেষে ওকে। কোনও বিষয়ে সম্মতি জানাতে গেলে ওকে। আমরা সারা দিনে যে কতবার ওকে শব্দটি ব্যবহার করি, তার হিসেব নেই!

এই বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ ওকে-এর ইতিহাসটা বেশ মজার। ইংরেজি অভিধানে ওকে ঢুকে পড়ে ১৮৩৯ সালের পরে। আসলে শব্দটি একটি সম্পাদকীয় রসিকতা ছিল। ১৮৩৯ সালে ‘বোস্টন মর্নিং পোস্ট’ পত্রিকায় বিখ্যাত মার্কিন সাংবাদিক চার্লস গর্ডন গ্রিন প্রথম ওকে শব্দটি ব্যবহার করেন। মার্কিন ইংরেজিতে “Oll Korrect”-কেই মজা করে Ok লেখেন তিনি। গর্ডন গ্রিনের নিছকই সম্পাদকীয় রসিকতাই বিশ্বে ভাইরাল হয়ে যায়। এবং “Oll Korrect” হয়ে যায় OK। বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইংরেজি শব্দ। এইসময় থেকে।

ফেসবুক মন্তব্য