নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল : প্রায় একযুগ পর আজ বুধবার টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসব মূখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
এতে টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম সভাপতি এবং বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
দুই পর্বের সম্মেলন অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা ও দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলমগীর খান মেনু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য,
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক । প্রথম পর্বে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন,
উপ-প্রচার সম্পাদক অসীশ কুমার উকিল, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, বাংলাদেশ শ্রমিক ফেডারেমনের সাবেক সভাপতি আব্দুস ছালাম খান,
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজগর খান দাউদ, বাসাইল-সখীপুরের সাংসদ অনুপম শাহজাহান জয় এমপি, এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সখীপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত সিকদার প্রমূখ।
দ্বিতীয় পর্বে টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ৬টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ভোটার ১৪৭ এবং কো-অপশন ভোটার ছিল ১৫ জন।
সর্বমোট ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি প্রার্থী কাজী অলিদ ইসলাম ১০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী একে আজাদ খানশুর পান ৬১ ভোট।
অরদিকে সাধারণ সম্পাদক প্রার্থী হাজী মতিয়ার রহমান গাউজ ৮৯ ভোট পেয়ে সম্পাদক হিসেবে বিজয়ী হন। অপর প্রার্থী আব্দুস সাত্তার জমাদার পান ৭৩ ভোট। এ নির্বাচনে ভোটাররা শতভাগ ভোট প্রয়োগ করেন