ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



ধনবাড়ীতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের জেল

Print Friendly, PDF & Email

mobile court

মুহা. জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার পথে উত্ত্যক্ত করায় বখাটে শিহাব মাহবুব সুজনকে(২০) ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শিহাব মাহবুব সুজন ধনবাড়ী পৌরসভার কলেজপাড়া এলাকার মহুর উদ্দিন মহু মেকারের ছেলে।

বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সৈয়দ শরিফুল ইসলাম এ দন্ডাদেশ দেন। এ সময় ধনবাড়ী থানার ওসি মজিবুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন ও মেয়ের মামা ড. আজাদ খান জানান, প্রতিদিন বই-খাতা নিয়ে মেয়েটি স্কুলে যাওয়ার পথে বখাটে সুজন তার পথরোধ করে এবং নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার সকালেও সে একই ঘটনা ঘটানোর সময় পুলিশ তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করলে ভ্রাম্যমান আদালত ওই আদেশ দেন।

ফেসবুক মন্তব্য