নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল : টাঙ্গাইেল পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত ও ১০জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, রাজশাহীর চক্রাজাফর গ্রামের মহিবুল (২৬), নাগরপুর উপজেলার খাষ ঘুনিপাড়া গ্রামের দুলাল (৩০) ও নজরুল ইসলাম (৩৫)। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আরিফুর রহমান জানান, সোমবার বিকেলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী চালভর্তি একটি ট্রাক টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হয় এবং ৬জন যাত্রী আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সকালে নাগরপুর উপজেলায় ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২ শ্রমিক নিহত ও অপর ৪ শ্রমিক আহত হয়েছে। নিহতরা হচ্ছে মো. দুলাল (৩০) ও নজরুল ইসলাম(৩৫)। এদের বাড়ী নাগরপুর উপজেলার খাষ ঘুনিপাড়া গ্রামে। আহতদের মধ্যে ময়ান কর্মকারের(৪০) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা সকলেই ধানকাটা শ্রমিক। তারা কম ভাড়ায় মালভর্তি ট্রাকের যাত্রী হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছিল।