এসএম সবুজ, মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিদ্যুৎবিহীন ৭ গ্রামের মানুষ নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় এলেন। সোমবার রাতে উপজেলার কয়াপাড়া, কালিপুর, বালিয়াটা, আমনগ্রাম, দেবীপুর, সেনবাড়ী ও পালবাড়ী গ্রামে প্রায় ৭ কি.মি. নতুন এ বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন সাবেক খাদ্যমন্ত্রী, অর্থমান্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি।
বিদ্যুৎ সংযোগের ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা, ধনবাড়ী উপজেলার পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সহকারি জেনারেল ম্যানেজার আব্দুস সবুর, আ. জলিল প্রমুখ।
সভায় ধনবাড়ী সাব-জেনাল অফিসের এজিএম মো. আব্দুস সবুর জানান, উপজেলার পৌরসভাধীন প্রায় ৭ কি.মি. এ ৭ টি গ্রামের ৪ শত ১১ জন গ্রাহক নতুন বিদ্যুৎ লাইনের আওতায় বিদ্যুৎ সুবিধা পেলেন।