সোহেল তালুকদার,টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে বাস চাপায় নিহত হয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় কর্মরত পুলিশ সদস্য মো. আব্দুল মজিদ (৫৫) ও সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব ভূঞাপুর সড়কের সিরাজকান্দী এলাকায় ট্রাক চাপায় ময়দান আলী (৭০) নামের এক পথচারি নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য মজিদ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চন্ডীপুর গ্রামের লোহাই প্রামানিকের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ আখেরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ গোল চত্বর এলাকায় তাদের দায়িত্ব পালন করছিলেন। এসময় ভোড় সাড়ে ৪টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুলিশ সদস্য মজিদসহ পুলিশের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের পিছনে দাড়িয়ে থাকা মজিদ গুরুতর আহত হয়।
আহত অবস্থায় মজিদকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব ভূঞাপুর সড়কের সিরাজকান্দী এলাকায় ট্রাক চাপায় ময়দান আলী (৭০) নামের এক পথচারি নিহত হয়েছে। তার বাড়ি ভূঞাপুর উপজেলার পূনর্বাসন গ্রামে।