চার্লস সিমিক
দেশীয় প্রদর্শনী
(Country Fair)
অনুবাদঃ শিশির মল্লিক
তুমি যদি ছ’পায়া কুকুর না দেখে থাক,
কি বা যাই আসে তাতে।
আমরা দেখেছি, এবং প্রায়শই কোনাকানছিতে
শুয়ে থাকে সে বাড়তি পা নিয়ে,
যে কেউ চাইলেই ব্যবহার করতে পারো ইচ্ছে মতো
এবং ভাবতে পারো যাচ্ছেতাই,
ঠিক, যেমন ঠাণ্ডায়, আঁধার রাত্রিতে
বেরিয়ে আসা হয় কোন প্রদর্শনী থেকে।
তারপর প্রভু যদি ছুড়ে দেয় কোন কাঠি
তৎক্ষনাৎ কুকুর পিছ নেবে তার চারপায়ে
অন্য পা যুগল দুলবে তার পিছু পিছু;
কোন মেয়েটি হেসে উঠল তীক্ষ্ম স্বরে?
মদ্যপান করল বুঝি সে এবং কার সাথে
তার ঘাড়ে চুমু দিল কে,
কুকুর পেয়ে গেল কাঠি এবং ফির তাকিয়ে রইলো আমাদের দিকে
অতপর এই ছিলো পুরো প্রদর্শনী কিংবা মেলা।