সোহেল তালুকদার, টাঙ্গাইল: ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও অস্ট্রেলিয়া হাইকমিশনার এইচই মি.গ্রেগ উইলকক সোমবার সকালে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চরাঞ্চল পরিদর্শন করেছেন।
উন্নয়ন সংস্থা চর লাইভলীহুড প্রোগ্রামের (সিএলপি) সহযোগিতায় মানবমুক্তি সংস্থার বাস্তবাবায়নে ওই এলাকার রুলী পাড়া ও পুংলী পাড়া গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গরু বিতরণ, টিউবওয়েল বিতরণ ও বাড়ি ভরাটসহ বিভিন্ন উন্নয়ন কাজের খোঁজখবর নেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তারা গোবিন্দাসী ঘাট থেকে স্পীড বোটযোগে চরাঞ্চলে পৌছেন।
এসময় তাদের সঙ্গে ছিলেন সিএলপি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাসওয়াটি বিপ্লব, প্রজেক্ট ডিরেক্টর এমএ মতিন, টাঙ্গাইলের ডিডিএলজি গৌতম চক্রবর্তী, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.হেলালুজ্জামান সরকার, গোপালপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.আবুল হাসনাত, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ফজলুল কবির, গাবসারা ইউপি চেয়ারম্যান মো.মনিরুজ্জামান মনির প্রমুখ।