মুহা. জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল প্রতিনিধি : খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২ এর আওতায় ধান কাটা, ধান মাড়াই ও সংগ্রহকে সহজ করতে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রথম বারের মত কম্বাইন্ড হার্ভেস্টারের ব্যবহার শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত শিয়ালকোল গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বণি আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.হেলালুজ্জামান সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, সাবেক উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো.হযরত আলী প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বণি আমিন কম্বাইন্ড হার্ভেস্টারের ব্যবহার সম্পর্কে বলেন, ধান কাটা মওসুমে কৃষি শ্রমিকের ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা সময়মত ধান কাটতে পারেনা। কম্বাইন্ড হার্ভেস্টার ব্যবহার করে প্রতি ঘন্টায় ৪০ থেকে ৪৫ শতাংশ জমির ধান কাটা সম্ভব। এতে খরচও অনেক কম। তাই এ যন্ত্র ব্যবহার করলে কৃষকরা উপকৃত হবে।