শেখ জলিল
তুমি আসবে না জেনেও করি হাঁকডাক
পাড়াটা মাতিয়ে রাখি সারাক্ষণ
তেমাথার মোড়ে এসে হারিয়ে গেলে পথ
দেবদারুর ছায়া আরও দীর্ঘ হয়ে যায়।
আশায় আশায় ত্রিকাল গেলো চলে
ব্রহ্মপুত্রের পানি গড়ালো যমুনার কোলে
আর আহাম্মক আমি-
এই নর্থ সাসকেচুয়ানের পাড়ে বসে
এখনও তোমার কথাই ভাবি!
ফেসবুক মন্তব্য