ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



তুমি আসবে না জেনেও

Print Friendly, PDF & Email

শেখ জলিল

তুমি আসবে না জেনেও করি হাঁকডাক
পাড়াটা মাতিয়ে রাখি সারাক্ষণ
তেমাথার মোড়ে এসে হারিয়ে গেলে পথ
দেবদারুর ছায়া আরও দীর্ঘ হয়ে যায়।

আশায় আশায় ত্রিকাল গেলো চলে
ব্রহ্মপুত্রের পানি গড়ালো যমুনার কোলে
আর আহাম্মক আমি-
এই নর্থ সাসকেচুয়ানের পাড়ে বসে
এখনও তোমার কথাই ভাবি!

ফেসবুক মন্তব্য