ঢাকা বুধবার, মার্চ ২৯, ২০২৩

Mountain View



লুৎফর হাসানের ‘বিরহ উদ্যান’

Print Friendly, PDF & Email

384544_342279959119021_1368492012_n

বিনোদন প্রতিবেদক : ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ খ্যাত এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার লুৎফর হাসান এবার আসছেন তার চতুর্থ একক অ্যালবাম নিয়ে। নাম দিয়েছেন ‘বিরহ উদ্যান’।  ইতিমধ্যে অ্যালবামের কাজ গুছিয়ে এনেছেন তিনি। বরাবরের মতোই কথাপ্রধান গানেই সাজাচ্ছেন তার ‘বিরহ উদ্যান’।

অ্যালবামে গান লিখেছেন ইশতিয়াক আহমেদ, সোহেল অটল, কাসাফাদ্দোজা নোমান, আলিম আল রাজি, হেনরী লুইস, গালিব সর্দার, সাইফ হাসনাত, তানভীর এনায়েত, নাজমুজ্জামান জনি, রাব্বী আহমেদ ও রাকিব হাসান রাহুল। গানগুলোর সংগীত পরিচালনায় আছেন সুমন কল্যাণ, তানভীর তারেক, আহমেদ হুমায়ুন, শান, মাসুম ও রানা আখন্দ।

সবগুলো গানের সুর করেছেন লুৎফর হাসান নিজেই। আসছে ঈদুল ফিতরে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে ‘বিরহ উদ্যান’।

ফেসবুক মন্তব্য