ডেস্ক রিপোর্ট: ছয় তলা বিল্ডিং। দেখতে বাড়ীর মত হলেও এটি মূলত স্বামীদের শোরুম। স্বামীদের এই শোরুমখানা দেখাশোনা করেন মজনু। বিবাহে আগ্রহী পাত্রীদের তার পরিচালনাধীন ছয় তলা ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরিয়ে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের স্বামী দেখিয়ে তাদের পছন্দানুযায়ী বিবাহের ব্যবস্থা করে দেওয়াটাই মূলত মজনুর ব্যবসা।
লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় আসছে ঈদে বিটিভিতে সম্প্রচারিত হতে যাচ্ছে ‘এখানে স্বামী পাওয়া যায়’। নাটকে মজনু চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এছাড়া অরিত্রি চরিত্রে সানজিদা কোয়েল এবং তার খালা আফরিন চরিত্রে অভিনয় করছেন মুনিরা মিঠু।
উত্তরার বিভিন্ন লোকেশনে স্যুটিং হওয়া এ নাটকে অতিথি চরিত্রে অভিনয় করছেন আরো পাঁচ নায়ক। যারা সবাই অরিত্রির কল্পনায় আসা স্বপ্নপুরুষ। তারা হলেন কল্যাণ কোরাইয়া, সাঈদ বাবু, ইরফান সাজ্জাদ, তানভীর এবং নিলয়।