নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা নামকস্থানে বুধবার সকালে ঢেউটিন বোঝাই একটি ট্রাক খাঁদে পড়ে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহত ৩জনই কাপড় ব্যবসায়ী।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির জানান, ঢেউটিন বোঝাই একটি ট্রাক ঢাকার কেরানিগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে কম ভাড়ায় ঢাকার জিনজিরা এলাকার ৩ কাপড় ব্যবসায়ী ঢেউটিন বোঝাই ওই ট্রাকে উঠে। কাপড় ব্যবসায়ীরা ঈদের জন্য কাপড় কিনতে টাঙ্গাইলের করটিয়া হাটে আসছিল। ট্রাকটি মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ২৫-৩০ফুট নিচে পড়ে যায়। এ সময় টিনের নিচে চাপা পরে ঘটনাস্থলেই ৩ কাপড় ব্যবসায়ী নিহত হন।
নিহতরা হচ্ছেন, শরীয়তপুরের রতন (৩৮), ঢাকার কেরানীগঞ্জের শাজাহান (৫০) ও বিক্রমপুরের রফিক (৫৫)। এ ঘটনায় আহত ঢেউটিন ব্যবসায়ী মেরাজ ও মুক্তার আলমকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে পুলিশ জানায়।
এ ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে।