মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং ন্যাশনাল একাডেমি ফর অটিজম নিউরো ডেভেলভমেন্টাল ডিজএবিলিটিজ এর সহযোগিতায় গতকাল অটিজম ও স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলানায়তনে এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ,মসজিদ ও মাদ্রাসার ইমাম ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। নির্বাহী অফিসার মোঃ মাসুম আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা,উপজেলা পরিষদৈর ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির,মেডিকেল অফিসার ডা. আব্দুল্লা আল মাহবুব প্রমুখ।