শারদীয় দুর্গাপূজায় আনসার মোতায়েনের লক্ষ্যে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
শারদীয় দুর্গাপূজায় আনসার মোতায়েনের লক্ষ্যে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

oplus_0

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পূজামণ্ডপসমূহে আনসার সদস্য মোতায়েনের লক্ষ্যে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সংলগ্ন মুন্সিপাড়া হাটখোলা প্রাঙ্গণে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত আনসার সদস্যরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বাছাই শেষে নির্বাচিত আনসার সদস্যরা নিয়োগ প্রদান সাপেক্ষে পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজার সময় প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার বাহিনী প্রশাসনের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকবে। পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসাররা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক নৃতেন্দ্র চন্দ্র বর্মন ও প্রশিক্ষীকা আইরিন আক্তার সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের আনসার সদস্য ও দলনেতাবৃন্দ।

সংবাদটি দৈনিক মজলুমের কণ্ঠওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।