জাকসু নির্বাচন

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

সূত্র: আমার দেশ
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। ৫৩ ঘন্টা পর শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ভোট গণনা শেষ হয়। এখন ফলাফলের জন্য অপেক্ষা করছেন প্রার্থীসহ শিক্ষার্থীরা।

এদিকে শনিবার সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। এর আগে সকালে প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।