মধুপুরে এনসিসি ব্যাংকের আর্থিক মুক্তির পথে আর্থিক সাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত

সূত্র: প্রগতির আলো
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
মধুপুরে এনসিসি ব্যাংকের আর্থিক মুক্তির পথে আর্থিক সাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত

” আর্থিক মুক্তি বয়সে নয়, জ্ঞানেই হয়” এ শ্লোগানে ”
টাংগাইলের মধুপুরে ”তারুণ্যের উৎসব ২০২৫ এর আর্থিক মুক্তির পথে আর্থিক সাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে এনসিসি ব্যাংক পিএলসি, মধুপুর শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের সভাপত্বিত করেন মধুপুর এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আরিফুল হক সজিব, প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড, ফাইন্যান্সিয়াল ইনক্লুসন সেল, এনসিসি ব্যাংক পিএলসি, আনিসুর রহমান মজুমদার, বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওরিজিওনাল হেড ময়মনসিংহ, এনসিসি ব্যাংক পিএলসির এ.কে.এম. বদরুল হাসান, মধুপুর শাখার অপারেশন ম্যানেজার, কবির আহম্মেদ হীরা, মধুপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক হুমায়ুন কবির প্রমুখ।

এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ছাত্রছাত্রীসহ, ক্ষুদ্র ও বড় ব্যবসায়ী এবং উদ্যোক্তাসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।