গাজায় আহত ইসরাইলি সেনারা ভুগছেন মানসিক সমস্যায়

আমার দেশ
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
গাজায় আহত ইসরাইলি সেনারা ভুগছেন মানসিক সমস্যায়

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের ২০ হাজারের বেশি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার মধ্যে রয়েছে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানায়, আহতদের প্রায় ৫৬ শতাংশ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকেরইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, প্রায় ৪৫ শতাংশ ক্ষেত্রে শারীরিক আঘাতের ঘটনা ঘটে, যেখানে ২০ শতাংশ সেনা মানসিক এবং শারীরিক উভয় সমস্যার ধরণের জটিলতায় ভুগছেন।

এ ছাড়া ৯৯ জন সেনার অঙ্গ কেটে ফেলতে হওয়ায় তাদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। ১৬ জন পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৫৬ জনের অক্ষমতার মাত্রা ১০০ শতাংশের বেশি ধরা হয়েছে এবং ২৪ জন তালিভুক্ত হয়েছে সম্পূর্ণভাবে অক্ষম হিসেবে।

গাজায় ইসরাইলের হামলায় নিহত ৫৩, অনাহারে মৃত্য বেড়ে ৪২২গাজায় ইসরাইলের হামলায় নিহত ৫৩, অনাহারে মৃত্য বেড়ে ৪২২
আহত সেনাদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ রিজার্ভিস্ট। বর্তমানে প্রতি মাসে গড়ে এক হাজার নতুন আহত সেনার চিকিৎসা চলছে। পাশাপাশি, আগে হামলায় আহত সেনাদেরও চিকিৎসা দিতে হচ্ছে।

পুনর্বাসন বিভাগ বর্তমানে ৮১ হাজারের বেশি সেনাকে চিকিৎসা দিচ্ছে। যাদের মধ্যে ৩১ হাজার অর্থাৎ প্রায় ৪০ শতাংশ মানসিক সমস্যায় ভুগছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।