টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা প্রতিমা তৈরি ও মন্ডপ সাজসজ্জায় প্রস্তুতি জোরদার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা প্রতিমা তৈরি ও মন্ডপ সাজসজ্জায় প্রস্তুতি জোরদার

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। সারা দেশের মতো টাঙ্গাইল জেলাতেও চলছে দুর্গা পুজার ব্যাপক প্রস্তুতি। শিল্পীরা প্রতিমা তৈরি ও মন্ডপ সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ও তার সন্তানেরা।

আগামী ২৭ সেপ্টেম্বর পঞ্চমী থেকে শুরু হবে সারাদেশে শারদীয় দুর্গাপূজা, যা বিজয়া দশমী (২ অক্টোবর) ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে। টাঙ্গাইলের ১২টি উপজেলায় এবার সম্ভাব্য ১,২২০টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। প্রতিমা শিল্পীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন। প্রতিমার কাঠামো মাটি ও খড় দিয়ে তৈরি হয়ে গেছে, এখন চলছে রং ও ছোঁয়ার কাজ। দেবী দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরি হচ্ছে বিভিন্ন সাইজে।

আরও পড়ুন
মির্জাপুরে খালে জাল পাততে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি
দেলদুয়ারে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন উদযাপনের প্রস্তুতিমূলক সভা
প্রতিমা শিল্পীরা জানান, একাধিক প্রতিমা তৈরি করে তারা আয় করছেন লক্ষাধিক টাকা। ছোট-বড় মন্ডপে সাজসজ্জার কাজও চলছে পূর্ণ তালে। পুজারীদের মধ্যে চলছে সাজসজ্জা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা।

টাঙ্গাইল জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু বলেন, “প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে, পুজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে, যাতে নিরাপদ ও সুন্দর পরিবেশে উদযাপন করা যায়।”

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলার পুজা মন্ডপে ৯৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া র‌্যাব, আনসার ও মোবাইল টিমও দায়িত্ব পালন করবে। সকলের অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

সংবাদটি খবরবাংলা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।