ঘাটাইলে মুকুল একাডেমি বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ঘাটাইলে মুকুল একাডেমি বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত আধুনিক শিশু নিকেতন মুকুল একাডেমি বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপজেলা সহকারী (ভূমি) মো. জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপ-অধ্যক্ষ মোছাঃ রোকসানা খাতুন, সোনিয়া খান, মতিউর রহমান, নজরুল এবং একাডেমির শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অভিভাবক-শিক্ষক সংযোগ এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সাফল্য বৃদ্ধি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি দৈনিক যায়যায়দিনওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।