তারেক রহমানের ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেয়ার জন্য টাঙ্গাইলে কর্মী সমাবেশ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেয়ার লক্ষে টাঙ্গাইলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছবৈইথর গ্রামর এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।
আরও পড়ুন
পিয়াস আফ্রিদির উদ্যোগে ‘সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব’-এর পথচলা
বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে- সুলতান সালাউদ্দিন টুকু
গালা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ। এসময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে । তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে।




আপনার মতামত লিখুন
Array