মধুপুরে মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মধুপুরে মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে ১৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত গাঁজা জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। অভিযানে মধুপুর থানা পুলিশ সহযোগিতা করে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “জনস্বার্থে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা হবে।”

সংবাদটি স্টাফ রিপোর্টারওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।