টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরন করলেন সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটের শ্রী শ্রী শিবমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়। পোড়াবাড়ী মহাশশ্মশান ঘাটের সভাপতি সুশীল রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।





আপনার মতামত লিখুন
Array