টাঙ্গাইলে শিক্ষকদের সাথে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলে শিক্ষকদের সাথে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা

টাঙ্গাইলে এগজোল্ট ইনস্টিটিউট এন্ড টেকনোলজি’র আয়োজনে শিক্ষকদের সাথে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল ‘ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ সভার সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন এগজোল্ট ইনস্টিটিউট এন্ড টেকনোলজির অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক তালুকদার বিপ্লব। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষিত জাতি গঠনের মুল কারিগর হচ্ছেন শিক্ষকরা। বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে শিক্ষকদের ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবে। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।