ঘাটাইলে ইউএনও’র বিশেষ উদ্যেগে নজর কাড়ছে উপজেলা পরিষদ চত্বর
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে “অভিলাষ ফোয়ারা” ও সেলফি কর্ণার “আই লাভ ঘাটাইল” নির্মাণের পর থেকে এটি নজর কাড়ছে দর্শনার্থীদের।
এখানকার মনোরম ও সুন্দর পরিবেশের দৃশ্য দেখতে একটু অবসর পেলে ছুটে আসছে দর্শনার্থীরা। একটু বিনোদনের খোঁজে মানুষ ছুটে আসছেন এ চত্বরে। উপজেলায় সেবা নিতে আসা অনেককেই ফোয়ারা দেখতে বসে সময় কাটাতে দেখা যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেই শুরু হয় ফোয়ারায় বিভিন্ন রংয়ের পানির ঝলক।
আগত দর্শনার্থীরা জানায়, ফোয়ারা ও সেলফি কর্ণারটি উপজেলা চত্বরকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করেছে। রাতের সৌন্দর্যের জন্য বিভিন্ন রকমের আলোকসজ্জা করা হয়েছে। পরিবারের সকলকে নিয়ে তারা মাঝে মধ্যে বিনোদনের জন্য বেড়াতে আসে। সবকিছু মিলে আগের যে কোনো সময়ের চেয়ে এখন পরিবেশটা বেশ উপভোগ্য মনে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ সুন্দর পরিবেশ তৈরী করে দিয়েছেন, সত্যিই এটি খুব প্রশংসনীয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, “ উপজেলায় শহরকেন্দ্রিক কোন বিনোদন কেন্দ্র না থাকায় জনগণকে মাঝে মধ্যেই একসময় উপজেলা চত্বরে ঘুরাঘুরি করতে দেখা যেত। উপজেলা প্রাঙ্গণে বিনোদনের কোন আইকন কর্ণার ছিলো না।
মূলত জনগণের চিত্তবিনোদনের উদ্দেশ্যেই পরিবার নিয়ে যেন ঘুরতে আসতে পারে এই জন্যই দৃষ্টিনন্দন ফোয়ারা ও আই লাভ ঘাটাইল কর্ণার করা হয়েছে । মূলত এই দুটি সংযোজন বিনোদনের পাশাপাশি ঘাটাইল উপজেলাকে নতুন করে টাঙ্গাইল তথা বাংলাদেশে রিপ্রেজেন্ট করা হয়েছে। সকলেই যেন উপজেলায় পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরতে এবং সেবা নিতে আসতে পারে।”





আপনার মতামত লিখুন
Array