মধুপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
মধুপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

সারা বাংলাদেশের ন্যায় জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলার মহিষমারা ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‍্যালি ও জনসভার আয়োজন করা হয়।

উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ জামাল সরকারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা (পূর্ব ) জাকের পার্টির সভাপতি মো. আব্দুল আজিজ খান (অটল)।
এ সময় তিনি বলেন জাকের পার্টি ক্ষমতায় এলে প্রথমে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশের বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতি মুক্তি ছাড়াও মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাবে বাংলাদেশ জাকের পার্টি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মোঃ লুৎফর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক নওশের আলী সহ উপজেলা জাকের পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জনসভা শেষে র‍্যালিটি মহিষমারা সিংহরচালা থেকে আরম্ভ হয়ে গারোবাজার ও মধুপুর রোড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি স্টাফ রিপোর্টারওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।