সখিপুরে চুরি হওয়া ভ্যানসহ দুইজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সখিপুরে চুরি হওয়া ভ্যানসহ দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশের অভিযানে চোর চক্রের দুইজন সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছে। এসময় চুরি হওয়া বাাটারী চালিত একটি অটো ভ্যাান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের সামছুল মিয়ার ছেলে আলামিন এবং কীর্ত্তনখোলা মিলপাড় এলাকার মৃত পলান সিকদারের ছেলে আনোয়ার হোসেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সখীপুর থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। সখীপুর থানা হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্যানচালক রুবেল তার একটি অটোভ্যান সখিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাচাবাজারের দক্ষিন পার্শে পাকা রাস্তার উপর রেখে গ্যাস সিলিন্ডার পৌছে দেয়ার জন্য একজন যাত্রীর বাসায় যায়। ভ্যানচালক রুবেল ফেরত এসে দেখতে পায় তার অটো ভ্যানটি নাই। পরবর্তীতে ভ্যানচালক রুবেল এ বিষয়েসখীপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সখিপুর থানায় এস আই লিবাস চক্রবর্তীসহ একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে দুইজন আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের দেয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।