সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে দুইটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে দুইটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন অপরাধে দুইটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমান আদালতের অভিযানে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পৌরশহরের জেলখানা মোড় এলাকার মেসার্স তাসিন এন্টারপ্রাইজ ও রাব্বী এন্টারপ্রাইজের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

তিনি জানান, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি, প্লাস্টিকের বস্তায় চাল মজুদ, লাইসেন্স না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।