মধুপুরে গৃহহীন দিনমজুরকে ঘর করে দিলেন অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আজাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
মধুপুরে গৃহহীন দিনমজুরকে ঘর করে দিলেন অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আজাদ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল তালুকপাড়া গ্রামের গৃহহীন দিনমজুর জয়েন উদ্দিনকে নতুন ঘর করে দিয়েছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ।

পলিথিনে মোড়ানো ছোট্ট কুঁড়ে ঘরে পরিবার নিয়ে বসবাস করছিলেন জয়েন উদ্দিন। ঝড়-বৃষ্টি ও অভাব-অনটন ছিল তার জীবনের স্থায়ী সঙ্গী। চার সন্তানের মধ্যে দুইজন ও স্ত্রী রাশিদাকে নিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি।

জয়েন উদ্দিন বলেন, “মাথার উপর ঠিকমতো ঘর ছিল না। বৃষ্টির রাতে ছেলে-মেয়ে নিয়ে ভিজে থাকতে হতো। কষ্ট ছাড়া কিছুই ছিল না আমাদের জীবনে। কর্ণেল আজাদ ভাই আমাদের ঘর করে দেওয়ায় এখন পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারব। আমরা খুবই আনন্দিত।”

লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ জানান, চাপড়ী এলাকার তার সহকর্মী সুরুজ আলীর কাছ থেকে জয়েন উদ্দিনের দুর্দশার খবর পান। পরে সহকর্মীদের পাঠিয়ে খোঁজ নিতে বলেন। সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি দ্রুত ঘর নির্মাণের ব্যবস্থা করেন।

শনিবার দুপুরে তার সহকর্মীরা টিন, খুঁটি, কাঠসহ ঘর তৈরির প্রয়োজনীয় মালামাল কিনে জয়েন উদ্দিনের বাড়িতে পৌঁছে দেন। সড়ক থেকে বাড়ি দূরে হওয়ায় নিজেরাই সব মালামাল বহন করে নিয়ে গিয়ে ঘর নির্মাণ শুরু করেন।

আসাদুল ইসলাম আজাদ বলেন, “আমি সবসময় অসহায় মানুষের পাশে থেকে তাদের চিকিৎসা ও নানাবিধ সহযোগিতা করে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদের বড় ভাই ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি দৈনিক আমার সংবাদওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।