মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“কর্তৃপক্ষের সকল দ্বার,খুলে দিবে তথ্য অধিকার’ এই স্লোগান কে সামনে রেখেই টাঙ্গাইল মধুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টম্বর) সকালে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় এ অনুষ্ঠান উদযাপিত হয়।

এবারের প্রতিপ্রাদ্য ছিল ” ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগ্যতা নিশ্চিত করণ”। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্তরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি বজলুর রশিদ চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল রানা, টিআইবি আঞ্চলিক এরিয়া কো- অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সনাকের সাবেক সভাপতি আব্দুল মালেক বিএস সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইয়েস দলনেতা হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্য গন।

আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নে সুশাসন ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন।

ফটো কার্ড
শেয়ার করুন

সংবাদটি দৈনিক টাঙ্গাইল সমাচারওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।