টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের উঠান বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের উঠান বৈঠক অনুষ্ঠিত

টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের বার্তা ও ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে সদর উপজেলা করটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নগর জালফৈ এলাকায় জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মাস্টার।

জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সিয়াম প্রমুখ। পরে গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের সুস্থতার জন্য দোয়া করা হয়।

সংবাদটি দৈনিক টাঙ্গাইল সমাচারওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।