টাঙ্গাইলে কুটিরশিল্পেরপণ্য প্রদর্শনী ও মেলাশুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলে কুটিরশিল্পেরপণ্য প্রদর্শনী ও মেলাশুরু

স্বপ্ন থেকে স্বনির্ভরতায়, নারীরঅগ্রযাত্রায়টাঙ্গাইল শহরেরআদালতপাড়ার টোটালঅফিস সেন্টারে৪ দিনব্যাপীকুটিরশিল্পেরপণ্য প্রদর্শনী ও মেলাশুরুহয়েছে। বৃহস্পতিবার(২অক্টোবর) সকালেরুরালইনেশিয়েটিভ এন্ড ওয়েলফেয়ারএসোসিয়েশন(রিওয়া) আয়োজনে রোটারিক্লাবঅব টাঙ্গাইল, রোটারিক্লাবঅব টাঙ্গাইল সিটি ও রোটার‌্যাক্ট ক্লাবঅবমওলানাভাসানী টাঙ্গাইলের সহযোগিতায়প্রদর্শনী ও মেলারপ্রধান উদ্যোক্তা হিসেবে মেলারউদ্বোধনকরছেনরুরালইনেশিয়েটিভ এন্ড ওয়েলফেয়ারএসোসিয়েশন(রিওয়া) সভাপতি মোহাম্মদ রবিউলইসলাম।
সেবাইলক্ষ্য এবংউন্নয়নই অঙ্গীকার এই আদর্শকে ধারণকরেবাস্তবভিত্তিক ও যুগোপযোগীকার্যক্রম গ্রহণএবংবাস্তবায়নেরনিরিখেসম্পূর্ন অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান রুরালইনেশিয়েটিভ এন্ড ওয়েলফেয়ারএসোসিয়েশন(রিওয়া) কাজকরছেন।
রিওয়াকার্যক্রমে রয়েছেমাছচাষ, নার্সারি/সবজিচাষ, হাঁস,মুরগি, কোয়েলপাখিপালন, গুরু, ছাগল ও ভেড়াপারন, জৈব ও ভার্মি কম্পোজ সার, তাঁত ও বেঁতশিল্প, মৃৎশিল্প,আইটি স্কুল, সাংস্কৃতিকক্লাব, হস্তশিল্প ট্রেনিং সেন্টার, লাইব্রেরী, প্রাথমিকচিকিৎসা কেন্দ্র, কম্পিউটার, ফ্রিল্যান্সিংনার্সি ট্রেনিংইনস্টিটিউট।
পণ্য প্রদর্শণীতে ২০টি স্টলেরমধ্যে রসুলপুরগরুরখামার, রসুলপুরমাশরুমপ্রকল্প, গড়াশিনজুট ও ব্যাগপণ্য, চাম্বুতলামুরগিরখামার, বরর্ণি বাঁশ ও বেঁতেরপ্রকল্প, রসুলপুরঅর্গানিকসবজিপ্রকল্প, রসুলপুরভার্মি কম্পোজ সার প্রকল্প, চাম্বু তলামৎস্য খামারপ্রকল্পের স্টল ছাড়াওরয়েছেপুরাতনঐতিহ্যকে ধরেরাখারবস্ত্রশিল্প, কুটিরশিল্প ও চিত্রশিল্প।
৪ দিনব্যাপীপণ্য প্রদর্শণী ও মেলারপ্রথমদিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতারআয়োজনকরাহয়। ২য় ও ৩য় দিনেরপর পণ্য প্রদর্শণীর ৪র্থ দিনবিকেলেসকলেরউপস্থিতিতেসমাপ্তিরপাশাপাশিপুরষ্কার বিতরণীঅনুষ্ঠিতহবে।

সংবাদটি দৈনিক প্রগতির আলোওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।