টাঙ্গাইলে নদী থেকে নিখোঁজ এক কিশোরীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলে নদী থেকে নিখোঁজ এক কিশোরীর লাশ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন বোনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মনিরা আক্তার (১১)। সে সদর উপজেলার কেশন মাইজাল গ্রামের মনিরুজ্জামানের কন্যা এবং পঞ্চম শ্রেণীর ছাত্রী।

শনিবার (৪ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার লাশ পানির নিচ থেকে উদ্ধার করেন।নিখোঁজ আপন দুই বোন আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) কে উদ্ধারের জন্য ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার অপর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসে নিখোঁজ ওই তিন কিশোরী। পরে শনিবার (৪ অক্টোবর) দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোতে ডুবে যায়।

এদিকে, নিহত ও নিখোঁজ কিশোরীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রোববার (৫ অক্টোবর) সকালে তিনি জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিহত ও নিখোঁজ কিশোরীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিদের উদ্ধার অভিযান পরিদর্শন করেন।

সংবাদটি বায়ান্ননিউজ.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।